• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে ৩ চেয়ারম্যান ১৯ মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


শরীয়তপুর প্রতিনিধি    অক্টোবর ২৭, ২০২১, ০১:৩৮ পিএম
শরীয়তপুরে ৩ চেয়ারম্যান ১৯ মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ফাইল ছবি

শরীয়তপুর: আসন্ন দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার মঙ্গলবার (২৬ অক্টোবর) ১০টি ইউনিয়নের মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩জন চেয়ারম্যান ৪জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৫জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রিটানিং অফিসারগন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন চন্দ্রপুর ইউনিয়নের আব্দুস সালাম খান, চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার। এরা তিন জনই নৌকার প্রার্থী ছিলেন। এ ছাড়া চন্দ্রপুর ১ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ৩ জন সাধারন মেম্বার প্রার্থী।

চিতলিয়া ইউনিয়নে ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন সাধারন মেম্বার প্রার্থী , রুদ্রকর ইউনিয়নে ১ জন মেম্বার প্রার্থী ও মাহমুদপুর ইউনিয়নে ২ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!