• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২১, ০৪:৫৭ পিএম
কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। 

বুধবার (৩ নভেম্বর) বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নিহতরা হলেন- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।

ওসি মো. তাজুল ইসলাম বলেন, সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানাতে পারব।

স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, নিহত দুজনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!