• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোটরসাইকেল তেমনই আছে, শুধু প্রাণ দুটি নেই 


ফেনী প্রতিনিধি: নভেম্বর ১৩, ২০২১, ০৯:৩৪ পিএম
মোটরসাইকেল তেমনই আছে, শুধু প্রাণ দুটি নেই 

ফেনী: মোটরসাইকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে আরশিনগর ফিউচার পার্কে গিয়েছিলেন ফেনীর পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা নুর উদ্দিন ও তার স্ত্রী আকলিমা আক্তার। 

পার্ক ঘুরে শনিবার (১৩ নভেম্বর) মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। কিন্তু পথেই তাদের থামিয়ে দেয় একটি ট্রাক। এটাই তাদের চিরদিনের জন্য থেমে যাওয়া। আর বাড়ি ফেরা হয়নি তাদের

ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে ওই দম্পতির। সেখানে পড়ে রয়েছে শুধু তাদের বহন করা মোটরসাইকেলটি।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনির হোসেন বলেন, শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া মুহুরীগঞ্জের মহাসড়কে ইকবাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের পাশে খাদে পড়ে যায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।  

তিনি আরও জানান, ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-০৮৪৫) ড্রাইভার জামান ও হেলপার আলামিনকে আটক করা হয়েছে।

সংগৃহীত ছবি:

জানা গেছে, বড় ভাইয়ের দক্ষিণ আফ্রিকায় থাকতেন নুর উদ্দিন। কয়েক মাস আগে কৃষ্ণাঙ্গদের গুলিতে তার বড় ভাই মারা যান সেখানে। তার দুই সন্তান রয়েছে। 

অক্টোবরে দেশে ফেরেন নুর উদ্দিন। দেশে এসে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেন। তাকে নিয়েই শনিবার আরশিনগর ফিউচার পার্কে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!