• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রশংসা পাচ্ছে বিজিবির লাল সাইনবোর্ড


হবিগঞ্জ প্রতিনিধি: নভেম্বর ১৮, ২০২১, ০৬:১৪ পিএম
প্রশংসা পাচ্ছে বিজিবির লাল সাইনবোর্ড

হবিগঞ্জ: সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের ওপর চাপপ্রয়োগ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিজিবি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের বেশ কিছু বাড়ির সামনে সাঁটানো হয়েছে লাল সাইনবোর্ড। যাদের বাড়ির সামনে সাইনবোর্ড ঝুলছে তারা বিজিবির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। 

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সাধারণ মানুষের। পথচারীরা মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে রেড সাইনবোর্ড দেখে একটু সময় হলেও থমকে দাঁড়িয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। 

সম্প্রতি এ সাইনবোর্ড ঝুলিয়ে দেয় বিজিবি। এরপর থেকেই বিজিবির তালিকার বাহিরের যেসব মাদক ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। 

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামাউন নবী চৌধুরী জানান, মূলত সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের চাপপ্রয়োগ করতে ও জনগণের কাছে তাদের চিহ্নিত করতে এ উদ্যোগ নিয়েছে বিজিবি। পর্যায়ক্রমে ৫৫ বিজিবির তালিকাভুক্ত সব মাদক চোরাকারবারির বাড়িতেই সাঁটানো হবে এই লাল সাইনবোর্ড। মাদকের বিরুদ্ধে জিরো টালারেন্সে বিজিবি। যদি কেউ বিজিবি কর্তৃক সাঁটানো সাইনবোর্ড তুলে নেয় কিংবা মুছে ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!