• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনী প্রচারণায় যাওয়ায় মাকে কোপাল ছেলে


মৌলভীবাজার প্রতিনিধি: নভেম্বর ২১, ২০২১, ০৫:৫৬ পিএম
নির্বাচনী প্রচারণায় যাওয়ায় মাকে কোপাল ছেলে

মৌলভীবাজার: নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জের ধরে সৎ মাকে কুপিয়ে আহত করেছে ছেলে। শনিবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

আহত নারীর নাম নেহারুন বেগম (৪২)। তিনি ওই এলাকার ফরিদের ২য় স্ত্রী। 

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নেহারুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মাকে কোপানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

প্রতিবেশীরা জানায়, ফরিদ মিয়ার ২য় স্ত্রী নেহারুন বেগম দিনের বেলা এলাকার এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। রাতে বাড়ি ফিরলে সৎ ছেলে মনাফ মিয়া (২২) তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উভয়ের মধ্যে বির্তক সৃষ্টি হয়। এক পর্যায়ে মনাফ মিয়া ক্ষুব্ধ হয়ে দা দিয়ে সৎ মাকে কুপিয়ে পালিয়ে যায়।  
 
স্থানীয় ইউপি সদস্য হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। নেহারুনের স্বামী ফরিদ মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছেন। হয়তো এ সুযোগে সে কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। আমি আইনের আশ্রয়ে যেতে বলেছি।

একই গ্রামের জুয়েল আহমদ বলেন, রাতের বেলা ফরিদের প্রথম স্ত্রীর সন্তান মনাফ মিয়া তার সৎ মাকে দা দিয়ে কুপিয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে নেহারুনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। তার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় বলেন, বিষয়টি শুনেছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!