• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাংনীতে ইউপি নির্বাচনে সংরক্ষিত মেম্বার পদে বউ-শাশুড়ির লড়াই


মেহেরপুর প্রতিনিধি  নভেম্বর ২৪, ২০২১, ১২:৩১ পিএম
গাংনীতে ইউপি নির্বাচনে সংরক্ষিত মেম্বার পদে বউ-শাশুড়ির লড়াই

মেম্বার পদে বউ-শাশুড়ির লড়াই

মেহেরপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর নির্বাচনে গাংনী উপজেলার ৪ টি ইউপিতে ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নতুন চমক দেখাতে কাজীপুর ইউপিতে বউ শ্বাশুড়ীর লড়াই শুরু হয়েছে। কাজীপুর ইউপির ৪,৫ ও ৬  নং একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে শ্বাশুড়ী পারভীন আকতার ও বউমা মনোয়ারা খাতুন ভোট যুদ্ধে নেমেছেন। 

ইতোমধ্যেই নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা সকল নেতা কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার  করছেন। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে, ইউনিয়নের সকল জনপদ। বাড়ীর দেয়াল, প্রাচীর, গাছপালা, বৈদ্যুতিক পোলসহ নানা জায়গায় ছোট বড় পোষ্টারে শোভা পাচ্ছে। দুপুর ২ টা থেকে প্রার্থীদের জনপ্রিয়তা, গুনগান, জয়গান তুলে ধরে রাত ৮ টা পর্যন্ত মাইকের উচ্চ শব্দে ঝালাপালা ধরে যাচ্ছে। 

এর মধ্যে মাঝে মধ্যে প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রার বহর চমক দেখাচ্ছে। অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন হবে এমন আশাবাদে নির্বাচনী এলাকায় যেন ভোট উৎসবে পরিণত হয়েছে। পুরুষের পাশাপশি নারী ভোটারদের উৎসাহ উদ্দীপনা বেড়েছে।  প্রার্থীরা রাত দিন জেগে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করতে ব্যস্ত সময় পার করছেন। 

এবারের ভোট উৎসবে নতুন চমক দেখা গেছে উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। সংরক্ষিত মহিলা মেম্বার পদে বউ শ্বাশুড়ী প্রতিদ্বিদ্বতায় নেমেছেন। সরেজমিনে ঘুরে জানা গেছে, বর্তমান মেম্বার পারভিন আকতার (মাইক মার্কা প্রতীকে) পূণরায় ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে একই আসনে শ্বাশুড়ীকে কে হারাতে (ভাগ্নে) বউমা মনোয়ারা খাতুন (তালগাছ মার্কা) উঠে পড়ে লেগেছে। এখন শুধুই অপেক্ষা, দেখা যাক, কে হারে কে জেতে! দু’জনই জনপ্রিয়তা যাচাইয়ে ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

সোনালীনিউজ/এএ/এসআই

Wordbridge School
Link copied!