• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছিনতাইয়ের সময় ধরা খেলো ‘বেদের মেয়ে জ্যোৎস্না’


চুয়াডাঙ্গা প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২১, ০১:২২ পিএম
ছিনতাইয়ের সময় ধরা খেলো ‘বেদের মেয়ে জ্যোৎস্না’

ছবি : দুই বেদে গ্রেফতার

চুয়াডাঙ্গা : সদর থানা পুলিশের হাতে নিপা খাতুন (২২) ও রুবিনা খাতুন (২৪) নামের দুই বেদে গ্রেফতার হেয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের সময় তারা গ্রেফতার হয়। 

গ্রেফতার হওয়ার পর তারা দু’জন নিজেদের পারিচয় দেন ‘বেদের মেয়ে জোৎস্না’ নামে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতাররা খুবই ধূর্ত। তারা মূলত সাপুড়ে। তারা বিভিন্ন সড়কে ঘুরে বেড়ান। এরপর কোথাও ভিড় দেখলে সেখানে মিশে যান এবং সুযোগ বুঝে ব্যাগ, টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে ভিড় দেখে তারা সেখানে যান। এসময় আছমা বেগম ও জমেলা বেগম নামের দুজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়েন।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে এর আগে শেরপুর জেলায় একটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!