• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তা দখল করে ব্যবসার পসরা, উচ্ছেদ করবে কে?


ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২১, ০৪:৪৭ পিএম
রাস্তা দখল করে ব্যবসার পসরা, উচ্ছেদ করবে কে?

টাঙ্গাইল : চলাচলের সুবিধার্থেই থাকে রাস্তা। যেখানে চলবে পথচারী ও যানবাহন। পথচারী তো দূরের কথা যানবাহন নিয়ে যাওয়া দায়। চলতে গেলেই একে অপরে সাথে ধাক্কা লাগে। ফুটপাত বলতে কিছুই নেই। বিভিন্ন সামগ্রীতে ভরে আছে রাস্তার দু‘পাশ। কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় এমন সুযোগটাই গিলে বসেছের ব্যবসায়ীরা। রাস্তগুলো টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহর বাজারের সর্বত্রই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক সোনালী ব্যাংক রোড থেকে কিচেন মার্কেট হয়ে দর্জি পট্টি, মেইন রোড, ফল হাটি রোড, গুড় হাঁটি রাস্তার দু‘পাশের ব্যবসায়ীরা তাঁদের চাহিদা মত বাড়িয়ে বিভিন্ন সামগ্রী রেখে দখলে করে নিয়েছে। পরিচালনা করছে বিভিন্ন মুদি, সার-কিটনাশক, সবজি ও নিত্য প্রয়োজনীয় দোকান।

এছাড়াও যে কোন সময় বাজারের ভিতরে ট্রাক ঢুকিয়ে মালামাল খালাস করছেন ব্যবসায়ীরা। যদিও ট্রাকের মালামাল খালাস কারা নির্ধারিত সময় রয়েছে রাত্রি বেলায়। এ সময় ব্যবসায়ীরা কোনভাবেই মানছে না। তাঁদের ইচ্ছে মত মাল খালাস করছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যাটজটের। ছোট যানবহন সাইকেল, মোটরসাইকেল ও রিকশা-ভ্যান নিয়ে চলাচল করা যাচ্ছে না। বাজারের ভিতরে ডাক্তারের চেম্বার, ফার্মেসীতে যেতে পারছে না রোগী ও এম্বুলেন্স। তাঁরা রয়েছেন সবচেয়ে বিপাকে। ব্যবসায়ীদের এমন পরিস্থিতি দেখে সবাই ক্ষিপ্ত। এ রোডের শিক্ষার্থীরাও সময় মত তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছে পারছে না।

জিলাপী ব্যবসায়ী সিদ্দিক হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, জায়গা ভাড়া নিয়েছি এজন্য আমার সুবিধা মত ব্যবসা করছি। মেয়র কি করবো?

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েক ব্যবসায়ীরা জানান, মেয়র ও প্রশাসন কিছু না বলায় আমরা সুবিধা পাচ্ছি এ জন্য ব্যবাসা করছি। দীর্ঘদিন যাবত এ ভাবেই ব্যবসা করা হচ্ছে। আগের মেয়র কিছু বলেনি। নতুন মেরর কি বলবে?

বাজার করতে আসা মালেক হোসেন, আরিফ মিয়া ও নাজনিন বেগম বলেন, বাজারে কোন কিছু কিনতে আসা অনেক কষ্টকর। ব্যবসায়ীরা দিনদিন রাস্তা দখল করেই নিচ্ছে। উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা এগুলো দেখেও দেখে না! সবাই ভোগান্তির শিকার হচ্ছে। জনগণের সুবিধার্থে এগুলো উচ্ছেদ করে চলাচলের জন্য উপযোগী করা হোক।

ডাক্তারের কাছে রোগী নিয়ে আসা আবু তাহের জানান, অসুস্থ্য বাবাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাবো। কিন্তু যাটজটের কারণে যেতে খুবই কষ্ট হচ্ছে।সামনে ট্রাক দাঁড় করিয়ে মালামাল খালাস করছে ব্যবসায়ীরা।
 
ধনবাড়ী মডেল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী গৌরাঙ্গ সুত্রধর ও ধনবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী আকলিমা খাতুন জানান, বাজার রোড হয়ে আমাদের স্কুল-কলেজে যেতে হয়। রাস্তার দু‘পাশের ব্যবসায়ীরা রাস্ত দখল করে ব্যবসা করার কারণে যাটজনের সৃষ্টি হয়। প্রতিদিনই বাজারের ভিতরে ট্রাক রেখে মালামাল খালাস করে। এতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে দেড়ি হয়ে যায়।

ধনবাড়ী বাজার ব্যসসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই এর সাথে বারবার মুঠোফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জমান বকল বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে নোটিশ ও মাইকিং করে সাবাই জানিয়ে দেয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক বলেন, ‘এ ব্যাপারে পৌর মেয়র আমাদের নিকট সহযোগিতা চাইলে আমরা উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবো।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!