• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌকা দিয়েও কেড়ে নেয়া সেই প্রার্থী জিতলেন ঘোড়া প্রতীকে


সাতক্ষীরা প্রতিনিধি: নভেম্বর ২৯, ২০২১, ০৩:৫৫ পিএম
নৌকা দিয়েও কেড়ে নেয়া সেই প্রার্থী জিতলেন ঘোড়া প্রতীকে

সাতক্ষীরা: নৌকা প্রতীক মনোনয়ন দিয়েও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকত হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্বজল মুখার্জী অভিযোগ তুলেছিলেন, ‘গাজী শওকত হোসেন একজন রাজাকারপুত্র।’

নৌকাবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন শওকত হোসেন। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেছেন তিনি।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ অক্টোবর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। নৌকা পান ধলবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন। এরপরই মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন ইউনিয়নটির আওয়ামী লীগ সভাপতি স্বজল মুখার্জী।

গাজী শওকত হোসেনকে রাজাকারপুত্র আখ্যায়িত করেন সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তিনি। এই ঘটনার পর ২৮ অক্টোবর গাজী শওকত হোসেনের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে স্বজল মুখার্জীকে নৌকা প্রতীক মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্তিা করেন। নৌকা প্রতীক নিয়ে লড়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্বজল মুখার্জী, চশমা প্রতিক নিয়ে মাঠে ছিলেন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা।

এছাড়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম আনারস প্রতীক, শেখ ফিরোজ আলম মোটরসাইকেল প্রতীক ও বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!