• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাইনচ্যুত মালবাহী ট্রেন, উত্তর ও দক্ষিণ বঙ্গে ট্রেন চলাচল বন্ধ


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২১, ০৬:৫৩ পিএম
লাইনচ্যুত মালবাহী ট্রেন, উত্তর ও দক্ষিণ বঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ছবি : মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত

পাবনা : ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। হওয়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে ঈশ্বরদী অভিমুখে যাবার সময় বড়ালব্রিজ স্টেশন অতিক্রমের সময় ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী ট্রেনটি বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। এরপর পেছনের বেশ কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি হেলে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মি. মামুন বলেন, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকা রয়েছে।

ঘটনার স্থাল পরিদর্শনকালে রেলওয়ের পাকশী অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!