• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরম কাপড়ের দোকানে ভিড়


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২১, ১২:৩৬ পিএম
গরম কাপড়ের দোকানে ভিড়

নীলফামারী : সৈয়দপুরে কনকনে হিমেল হাওয়া আর শৈত্যপ্রবাহে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢেকে যাচ্ছে মাঠঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। দুপুরের দিকে কুয়াশা ভেদ করে সূর্য সামান্য সময়ের জন্য উঁকি দিলেও সূর্যের তাপ অনুভব হয় না।

 এ কারণে শীতের হাত থেকে বাঁচতে ফুটপাতের গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। শীতের দাপট থেকে বাঁচতে অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

এদিকে ভিড় বেড়েছে সৈয়দপুর পোস্ট অফিসসংলগ্ন রেললাইনের ধারে, গেটবাজার ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। শহরের ফুটপাতে প্রায় শতাধিক ভ্রাম্যমাণ দোকানে সকাল থেকে রাত পর্যন্ত হাঁকডাকে চলছে বিরামহীন বেচাকেনা। এখানে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ফুটপাতের এসব দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের পোশাক মিলছে।

যার মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, হাত মোজাসহ শীতের সব রকম পোশাক। পুরনো এসব পোশাকের মূল্য সাধারণ পোশাকের চেয়ে অনেক কম। আর দামও নির্ভর করে ক্রেতার পছন্দের ওপর। ফুটপাতের এসব খোলা দোকানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও আসছেন ক্রেতারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!