• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাল টাকায় গাঁজা কিনতে গিয়ে ধরা


চুয়াডাঙ্গা প্রতিনিধি: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:২২ পিএম
জাল টাকায় গাঁজা কিনতে গিয়ে ধরা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাদক মামলায় গ্রেফতার হয়েছেন এক যুবক। সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের কাজীপাড়া থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই যুবকের নাম রুমান হোসেন। তার বয়স ২০ বছর। বাড়ি ডিঙ্গেদহ গ্রামে।

এসব বিষয় নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, বুধবার রাতে হানুরবাড়াদী গ্রামে আসেন রুমান। গতিবিধি সন্দেহজনক হওয়ায়, কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘জিজ্ঞাসাবাদে রুমান জানিয়েছেন, ডিঙ্গেদহ গ্রামের খাইরুল নামের একজন গাঁজা কেনার জন্য এই টাকাগুলো দিয়েছিলেন। আগেও জাল টাকা দিয়ে খাইরুলকে গাঁজা কিনে দিয়েছিলেন রুমান।

‘রুমানকে মাদক আইনে গ্রেফতার দেখানো হয়েছে। খাইরুল নামের ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!