• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩৫, আশঙ্কাজনক ৬


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২২, ০৮:০৬ পিএম
সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩৫, আশঙ্কাজনক ৬

প্রতীকী ছবি

কুমিল্লা: বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

তিনি বলেছেন, আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, বেলুন ফোলানোর জন্য ওই সিলিন্ডারটি ব্যবহার করা হচ্ছিল।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ ইমরান বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০ জনকে দগ্ধ অবস্থায় রিসিভ করেছি। বেশির ভাগই শিশু। এর মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, বিরুলি গ্রামে ঐতিহ্যবাহী ঠান্ডাকালীর মেলার আয়োজন চলছে। শনিবার ওই মেলা বসবে। তাতে অংশ নিতে আনোয়ার হোসেন নামে বিরুলিয়া গ্রামের এক বেলুন বিক্রেতা বাড়ির সামনে বসে সিলিন্ডারের হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন। তা দেখতে বিকেলে আশপাশের কয়েক বাড়ির শিশুরা সেখানে জড়ো হয়। সে সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!