• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনমজুরের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা


বাগেরহাট প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২২, ১২:৩৪ পিএম
দিনমজুরের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা

মো. সুমন হাওলাদার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সুমন হাওলাদার (৩৫) নামের এক দিনমজুরের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

শনিবার (১৫ জানুয়ারি) রাতে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মল্লিক বাড়ির সামনে এই ঘটনা ঘটে। 

আহত সুমন শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে।

আহত সুমনের চাচা সিদ্দিক হাওলাদার মুঠোফোনে বলেন, শনিবার রাতে মল্লিকের বাড়ির সামনে একই গ্রামের বেলাল ও দবিরুলসহ কয়েকজন সুমনের ওপর হামলা চালায়। এ সময় তারা সুমনকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে রিপোর্টে দেখেছি সুমনের বাম পায়ের রগ কেটে ফেলেছে অভিযুক্তরা। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরা নওরীন বলেন, সুমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলার শিকার হয়েছেন সুমন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সোনালীনিউজ/এসআই/এসআই
 

Wordbridge School
Link copied!