• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শামীম ওসমানের কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২২, ০৫:০০ পিএম
শামীম ওসমানের কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।ভোট শেষে এখন চলছে গণনা।

নগরীর আদর্শ স্কুল কেন্দ্রের ফলাফলে জানা গেছে, আইভী পেয়েছেন ৪৯২ ভোট, অন্যদিকে তৈমূর পেয়েছেন ৩৫২ ভোট।এই কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান।

এ সিটির ২৭টি ওয়ার্ডের প্রায় ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১৯২টি ভোটকেন্দ্রে ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে।

নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

মেয়র পদে ছয়জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস।

এই ভোটে জিতলে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে হ্যাটট্রিক করবেন আইভী।অন্যদিকে তৈমূর আলম খন্দকার জয় পেলে অভিষেক ঘটবে তার। প্রথমবারের মতো হবেন নগরপিতা।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতি কেন্দ্রে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ সদস্য।

সোনালীনিউজ/আইএ


 

Wordbridge School
Link copied!