• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি বন্ধ


দিনাজপুর (হিলি) প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২২, ০৩:১৩ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি বন্ধ

দিনাজপুর: ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানী-রফতানি বন্ধ রয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) বন্দর দিয়ে আমদানী-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ।

বন্দরের বে-সরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে একদিনের জন্য আমদানী-রফতানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্ধ রযেছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানী-রফতানি বানিজ্য। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানী-রফতানি বন্ধ থাকলেও সরকারের শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট  যাত্রী পারাপার 

সোনালীনিউজ/এসআই/এসআই

Wordbridge School
Link copied!