• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে দাফনের আগে স্বামীর মৃত্যু, এলাকাজুড়ে শোক


খাগড়াছড়ি প্রতিনিধি মার্চ ৫, ২০২২, ১০:১২ এএম
স্ত্রীকে দাফনের আগে স্বামীর মৃত্যু, এলাকাজুড়ে শোক

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি : স্ত্রীর মৃত্যুর ১৪ ঘণ্টার ব্যবধানে শোকে মারা গেলেন স্বামী মো. জব্বার মিয়া। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউয়নের দেব মাষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান হোসনে আরা বেগম (৫৫)। 

শুক্রবার (৪ মার্চ) সকালের দিকে শুরু হয় স্ত্রী হোসনে আরা বেগমের দাফন প্রক্রিয়া। বাড়ির পাশেই বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানের কবরও প্রস্তুত করার কাজ চলছিল। অন্যদিকে নিজের বাড়িতে চলছিল মরদেহকে গোসল করানোর কার্যক্রম। বাড়িজুড়ে চলছে আত্মীয়-স্বজনদের শোকের মাতম।

স্বজনরা যখন মরহুম হোসনে আরা বেগমের দাফন প্রক্রিয়ায় ব্যস্ত তখনই ক্যান্সারে আক্রান্ত স্ত্রী মারা যাওয়ার শোক সইতে না পেরে নিজেও না ফেরার দেশে চলে গেলেন মো. জব্বার মিয়া (৭০)। স্ত্রী হোসনে আরা বেগমের মৃত্যুও ১৪ ঘণ্টার ব্যবধানে সকাল সাড়ে ৯টার দিকে মারা যান মো. জব্বার মিয়া। স্বামী মো. জব্বার মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আল-আমিন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে হোসনে আরা বেগমকে ও বাদ জুমা মো. জব্বার মিয়াকে বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মরহুম মো. জব্বার মিয়া ও হোসনে আরা বেগম দম্পতির একমাত্র মেয়ে লিপি আক্তারের স্বামী মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই আমার শাশুড়ী ক্যান্তারে আক্রান্ত। স্ত্রী ক্যান্সারে আক্রান্তেরকথা শুনে আমার শ্বশুরও অসুস্থ হয়ে যায়। এরই মধ্যে গত সপ্তাহে তিনি স্ট্রোক করেন। এজন্য চিকিৎসাও করানো হয়। আবারও ডাক্তারের কাছে নিয়ে যাবার কথা ছিল। কিন্তু তিনি আমাদেরকে তার চিকিৎসা করানোর সুযোগ দিলেন না।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, বেঁচে থাকাকালীন তাদের দু'জনের মধ্যকার প্রেম-ভালোবাসার গভীর সম্পর্ক ছিল। মৃত্যুও তাদেরকে আলাদা করতে পারেনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!