• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিটি মানুষকে পেনশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার


মেহেরপুর প্রতিনিধি মার্চ ৮, ২০২২, ০৫:৫৮ পিএম
প্রতিটি মানুষকে পেনশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার


ঢাকা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সর্বজনীন পেনশনের চিন্তা করছে সরকার। আর তা বাস্তবায়ন হবে আগামী ২০৩০ সালের মধ্যে। ষাট বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকেন, চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলো নিজেই মেটাতে পারেন, সেই ব্যবস্থা করছি আমরা।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় আসেন তাহলে ষাট বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন, তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। আর ষাট থেকে ৮০ বছরের মধ্যে তারা এ পেনশনটি নিতে পারবেন। সরকার চিন্তা করছে, এটি যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।


সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!