• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডোমার রেলস্টেশনে বুকিং সহকারীকে প্রত্যাহার


নীলফামারী প্রতিনিধি এপ্রিল ৫, ২০২২, ০৪:৪৬ পিএম
ডোমার রেলস্টেশনে বুকিং সহকারীকে প্রত্যাহার

ফাইল ছবি

নীলফামারী: ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার রেল স্টেশনের বুকিং সহকারী সিহাব হোসেনকে। 

এ ছাড়া ডোমার রেলস্টেশনে এসে ঘটনার তদন্ত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। 

মঙ্গলবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)। এ সময় এলাকাবাসীর পক্ষে পৌর কাউন্সিলর রুবেল ইসলাম সহ এলাকাবাসী ডোমারের অভিযুক্ত রেল কর্মকর্তা-কর্মচারী এবং টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ প্রদান করেন। 

রেলের ডিসিও নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, ট্রেনের টিকেট কালোবাজারিদের গ্রেফতারের জন্য সৈয়দপুর রেলওয়ে থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ যে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে গত কয়েকদিন ধরে ডোমারবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আসছিল। 

সোনালীনিউজ/এগো/এসআই

Wordbridge School
Link copied!