• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাওরে তলিয়ে গেছে ৫০০ একর ফসলি জমি


সুনামগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৫, ২০২২, ০৭:০২ পিএম
হাওরে তলিয়ে গেছে ৫০০ একর ফসলি জমি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর পানি বাড়ায় বাঘার বন হাওরে পানি প্রবেশ করে ৫০০ একর ফসল তলিয়ে গেছে। সীমান্ত নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধে দিন রাতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয় কৃষকরা।

বাঁধ রক্ষায় আপ্রাণ চেষ্টা করছেন তারা। বাঁধ ঝুঁকিপূর্ণ এ খবর আসার সাথে সাথেই কৃষকরা ছুটে যাচ্ছেন বাঁধে। বাঁশ-বস্তা নিয়ে বাঁধ রক্ষা কাজ করছেন তারা। জেলা জুড়েই একই অবস্থায়।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, বাঁধ রক্ষার কাজে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও পিআইসির লোকজনকে কাজ করতে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার সকাল থেকেই সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ঝুকিঁপূর্ণ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষক ও স্থানীয় লোকজন। এ বাঁধ ভাঙলে প্রায় দুই হাজার ৩০০ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

সোমবার রাতে ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত সুইচ গেইটে কাঠের পাটাতন না থাকায় হাওরে পানি প্রবেশের খবর পাওয়া গেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!