• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার সয়াবিন


চট্টগ্রাম প্রতিনিধি মে ৮, ২০২২, ০১:০২ পিএম
ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার সয়াবিন

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযানে গিয়ে কার্টুন ভর্তি এসব তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। 

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, এক ব্যবসায়ী বেশকিছু সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছে। সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!