• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর ভস্মীভূত


কক্সবাজার প্রতিনিধি মে ৮, ২০২২, ০৭:১৫ পিএম
কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর ভস্মীভূত

কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ৮টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। রোববার (৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব ফরাজী পাড়ায এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা ও স্বর্ণালংকার।

যাদের বাড়ি পুড়ে গেছে তারা হচ্ছেন- মৃত আবদুল গনির পুত্র কবির আহমদ, মৃত আবু শামার পুত্র আবু বকর, শামশুল আলমের পুত্র সাইফুল ইসলাম, কবির আহমদের পুত্র নুরুল হুদা, মৃত আবদুছ ছোবহানের পুত্র আলী আহমদ, জোছনা আক্তার এবং নজির আহমদের পুত্র শাহজাহান। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম জানান, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে বিভিন্ন বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।

এদের কারো কারো বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আবার কারো কারো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ পেয়ে রামু ও কক্সবাজার থেকে দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

রামু দমকল বাহিনীর স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, পুড়ে যাওয়া ৮টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে। আগুন লাগার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


সোনালীনিউজ/আরকে/এনএন

Wordbridge School
Link copied!