• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ


দিনাজপুর প্রতিনিধি মে ১০, ২০২২, ০৩:৩৯ পিএম
হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

ফাইল ফটো

দিনাজপুর : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা চার দিন ধরে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ার কারণে আমদানি বন্ধ রয়েছে। এভাবে আমদানি বন্ধ থাকলে আসন্ন কোরবানি ঈদে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত ২৯ মার্চ থেকে ৫ মে পর্যন্ত ভারত থেকে ২০১টি ট্রাকে ৫ হাজার ৫৬২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর বন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরের পাইকারি ব্যবসায়ী মুশফিকুর রহমান বলেন, পেঁয়াজ আমদানি বন্ধ থাকলে বাজারে পেঁয়াজের দাম বাড়বে। কারণ আমদানি না থাকলে দাম বাড়া স্বাভাবিক। কোরবানি ঈদে পেঁয়াজের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, আইপি মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছি না। গেল ৫ মে আমাদের আইপি মেয়াদ শেষ হয়ে গেছে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!