• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দগ্ধ ৬


কক্সবাজার প্রতিনিধি মে ১২, ২০২২, ১২:৫০ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দগ্ধ ৬

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪-এ এ ঘটনা ঘটে।

১৪-আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এতে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!