• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ৮ হাজার লিটার সয়াবিন উদ্ধার


কুমিল্লা প্রতিনিধি মে ১২, ২০২২, ০৪:৩৮ পিএম
কুমিল্লায় ৮ হাজার লিটার সয়াবিন উদ্ধার

কুমিল্লা : কুমিল্লায় ৮ হাজার ৩৬৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই সঙ্গে সময় বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) নগরীতে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, বেশি দামে তেল বিক্রি করায় কু‌মিল্লার চকবাজা‌র এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স গঙ্গেশ্বরী স্টোর ও মেসার্স সাহা ট্রেডিংকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স রাধাবল্লব সাহা স্টোরের গুদামে দুই হাজার ৬৫২ লিটার ও প্রশান্ত এন্টারপ্রাইজের গুদামে পাঁচ হাজার ৭১২ লিটার তেল উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, দুই জনই বৈধভাবে তেল বিক্রি করছিলেন এবং তাদের বৈধ কাগজপত্র ছিল। কিন্তু তারা তেলগুলো জমিয়ে রেখেছেন। যে কারণে আমরা দাঁড়িয়ে থেকেই তাদের দুই দোকানের সব তেল বিক্রি করিয়ে দিয়েছি।


সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!