• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোহরদীর তিন ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা


নরসিংদী প্রতিনিধি  মে ১৪, ২০২২, ১২:৩৯ পিএম
মনোহরদীর তিন ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

নরসিংদী: মনোহরদীতে আসন্ন তিন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে কাদির, এমদাদ ও রমিজ মাষ্টার আওয়ামী লীগের প্রার্থীতা লাভ করেছেন। আগামী ১৫ জুন মনোহরদীর তিনটি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২৬ শে ডিসেম্বর মনোহরদীর ১২ টি ইউপির মধ্যে ৯ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। সে সময় মেয়াদ শেষ না হওয়ায় চরমান্দালিয়া, খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচন বাকী থাকে। সে অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হবার পর আগামী ১৫ জুন এ তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইউনিয়ন তিনটিতে শুক্রবার (১৩ মে) তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করে নাম ঘোষণা করেছেন বলে জানা গেছে। মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায় জানান, তিনি বিষয়টি শুনেছেন। 

মনোনয়ন বোর্ড প্রার্থীদেরকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করবে। মনোনয়নপ্রাপ্ত চরমান্দালিয়া ইউনিয়নের চেয়ারময়ান আব্দুল কাদির জানান, তিনি মোবাইলে মনোনয়ন বোর্ডের ম্যাসেজ পেয়েছেন। আজ চিঠি আনতে যাচ্ছেন। কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ জানান, তিনিও বিষয়টি অবহিত হয়েছেন। শনিবার (১৪ মে) চিঠি আনতে ঢাকা যাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সংবাদ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে এ মনোনয়নের খবর জানা গেছে। সে অনুযায়ী মনোনয়ন বোর্ডের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন চরমান্দালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির, কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ। ইউনিয়ন দুটিতে বর্তমান চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন লাভ করলেও  খিদিরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল মনোনয়ন পাননি। তার স্থলে এখানে নতুন প্রার্থী রমিজ উদ্দীন মাষ্টার খিদিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন। 

সোনালীনিউজ/এসআই/এসআই

Wordbridge School
Link copied!