• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পচা মাংস বিক্রির দায়ে কসাইয়ের দণ্ড


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২২, ০৩:১১ পিএম
পচা মাংস বিক্রির দায়ে কসাইয়ের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে কসাইয়ের বিরুদ্ধে। এ অভিযোগে আকরাম মিয়া (৩৮) নামের এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে আরও পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। আকরাম নবীনগর পৌরসভার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।

সোমবার (১৬ মে) দুপুরে নবীনগর পৌর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জানান, অভিযান চলাকালে এক ব্যবসায়ীর কাছে থাকা মাংস খাওয়ার অনুপযোগী বলে জানান ভ্যাটেনারি সার্জন। পরে মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!