• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ


ভোলা প্রতিনিধি মে ১৭, ২০২২, ০১:৩২ পিএম
পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ভোলা : ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রসস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ ব্রিজটি দেওয়া হয়েছিলে। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!