• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাটি খুঁড়ে পাওয়া গেলো মুক্তিযুদ্ধের সময়ের অস্ত্র


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২২, ০৭:৪২ পিএম
মাটি খুঁড়ে পাওয়া গেলো মুক্তিযুদ্ধের সময়ের অস্ত্র

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি থ্রিনট থ্রি রাইফেল ও তিনটি এসএলআর উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে আশ্রমপাড়া এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এসব অস্ত্র উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এসব অস্ত্র সেই সময়ের বলে তাদের ধারণা।

এখবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি ট্রাংকভর্তি পুরনো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!