• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে দাম বাড়লে আমাদের দেশেও বাড়বে: খাদ্যমন্ত্রী


নওগাঁ প্রতিনিধি মে ২০, ২০২২, ০৭:৩৬ পিএম
বিশ্বে দাম বাড়লে আমাদের দেশেও বাড়বে: খাদ্যমন্ত্রী

ফাইল ফটো

নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমদানি করা জিনিসের দাম যদি বিশ্বে বাড়ে তাহলে আমাদের দেশেও বাড়বে। এখানে আমাদের কিছু করার নেই।

শুক্রবার (২০ মে) দুপুরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমদানি করা জিনিসের দাম যদি বিশ্বে বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। এখানে আমাদের কিছু করার নেই। (এজন্য) আমাদের সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে উঠবে একদিন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, ওসি তারেকুর রহমান সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ দল শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!