• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইভিএমের ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ ডাকবে ইসি


মানিকগঞ্জ প্রতিনিধি মে ২০, ২০২২, ০৯:৪৫ পিএম
ইভিএমের ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ ডাকবে ইসি

ফাইল ফটো

মানিকগঞ্জ : ইভিএমে কোন ত্রুটি আছে কিনা তা শনাক্তে জুনের মধ্যেই নির্বাচন কমিশন বিশেষজ্ঞ দল ডাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সামনেই করা হবে পরীক্ষা নিরীক্ষা। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেয়া হবে সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে কিনা। এই মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা আছে তাদের। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে। 

মো: আলমগীর আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!