• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০ 


ময়মনসিং প্রতিনিধি মে ২৭, ২০২২, ০৯:৪০ পিএম
দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০ 

ফাইল ফটো

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার শিহরাইল ও গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি শিহরাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আহতদের মধ্যে নিহতের ভাই নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় শিহরাইল গ্রামের দুই যুবক দোকানে চা খেতে গেলে আরেক দোকানে সাউন্ড বক্স জোরে বাজাচ্ছিল। এসময় সাউন্ড কম দিতে বলায় হাতাহাতির ঘটনা ঘটে।

ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে শিহরাইল গ্রামের ২০-৩০ যুবক লাঠিসোটা নিয়ে গোপালপুর গ্রামে যায়। এসময় তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে জহিরুল ইসলামকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ডিকে/এনএন

Wordbridge School
Link copied!