• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর


সিরাজগঞ্জ প্রতিনিধি মে ২৯, ২০২২, ১১:১০ এএম
শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারি। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাত বছরের একটি শিশু মারা গেছেন। রোববার (২৯ মে) ভোররাতে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতি জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানা গেছে, জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের খামারি আবু তালেব ব্রয়লার মুরগির খামারের চার পাশে জিআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রেখেছিল শেয়াল মারার জন্য। রোববার ভোররাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। এ সময় জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!