• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেঘনায় রাইস মিল ভেঙে নিখোঁজ ২


কিশোরগঞ্জ প্রতিনিধি জুন ১৯, ২০২২, ১২:৩৮ পিএম
মেঘনায় রাইস মিল ভেঙে নিখোঁজ ২

কিশোরগঞ্জ : ​​কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে রাইস মিল ভেঙে পড়ে দুইজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুন) সকাল ৮টার দিকে ভৈরব বাজার ঘাট থেকে ১ থেকে দেড়শ ফুট দূরে জলিল প্রফেসরের রাইসমিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন- হবিগঞ্জের লাখাইয়ের কুদ্দুসের ছেলে শরীফ (৩৫) ও কিশোরগঞ্জের বাজিতপুরের রহমতুল্লাহ ছেলে মুস্তাকিম (২৮)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ভৈরব বাজারঘাট থেকে ১ থেকে দেড় শত ফুট দূরের ওই রাইস মিলটির মেঘনা নদীর পাড়ের অংশ ভেঙে পড়ে। এতে রাইস মিলের দুই শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই সদস্য ও ভৈরব ফায়ার সার্ভিসের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চললেও প্রবল স্রোতের কারণে এখনও কাউকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!