• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনোহরদীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা 


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জুন ২০, ২০২২, ০৬:৩০ পিএম
মনোহরদীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা 

নরসিংদী : মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে সোমবার (২০ জুন) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রানবন্ত গ্রুপ আলোচনা শেষে নানা সমস্যা ও প্রতিকার প্রস্তাব উঠে আসে।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম.কাসেমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ নরসিংদীর উপ-পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবিবৃন্দ অংশগ্রহণ করেন। 

এতে গ্রুপভিত্তিক আলোচনা শেষে উপস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার রুবি, উপজেলা সমবায় কর্মকর্তা উমর ফারুক, পবিসের ডিজিএম আজিজুর রহমান সরকার, শিল্পকলা একাডেমির সাইদুর রহমান তসলিম প্রমুখ

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!