• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম’


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২২, ০৪:০৫ পিএম
‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম’

শরীয়তপুর: পদ্মা সেতু প্রথম পাড়ি দেওয়া ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) নিজ হাতে টোল পরিশোধ করে তিনি গাড়ি নিয়ে পদ্মা সেতু পাড়ি দেন।  

এদিন উদ্বোধন হলেও সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি স্বপ্নের সেতু। রোববার (২৬ জুন) ভোর থেকে এটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। স্বপ্নের সেতুতে পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিলেন বহু মানুষ।

আর তাদের মধ্য থেকে ইতিহাসের সাক্ষী হতে পেরেছেন গোপালগঞ্জের এবিএম জাফর উল্লাহ। আমজনতার মধ্যে টোল পরিশোধ করে প্রাইভেটকার নিয়ে প্রথম সেতু পাড়ি দেওয়া ব্যক্তি তিনি। 

রোববার রাতেই নিজের গাড়ি নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আসেন জাফর। সকাল ৬টায় টোল গেট খুলতেই গাড়ির ইঞ্জিন স্টার্ট দেন তিনি। 

গাড়ি নিয়ে প্রথম ব্যক্তি হিসেবে স্বপ্নের সেতু পাড়ি দিতে পেরে উচ্ছ্বসিত জাফর উল্লাহ।

টোল পরিশোধের সময় গণমাধ্যমকে তিনি বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম প্রাইভেটকার চালিয়ে টোল দিয়ে সেতু পার হচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।

একসময় পুলিশে চাকরি করতেন জাফর উল্লাহ। বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত।

পদ্মা সেতু তার কেমন উপকারে লাগবে প্রশ্নে জাফর বলেন, বহু কষ্ট করে এই রুটে এতদিন চলেছি। আজকে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে আমি প্রথমে গাড়ি চালিয়ে যাচ্ছি, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!