• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর স্ক্রু খোলা সেই যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২২, ০৬:১৩ পিএম
পদ্মা সেতুর স্ক্রু খোলা সেই যুবক গ্রেপ্তার

ঢাকা: পদ্মা সেতুর রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।আটক যুবকের নাম বায়েজিদ তালহা।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় যুবককে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে ওই যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। 

তিনি বলেন, তাকে (বায়েজিদ) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, রোববার একটি টিকটক ভিডিওতে দেখা গেছে, পদ্মা সেতুতে দাঁড়িয়ে রেলিংয়ের স্ক্রু খুলে হাতে নিচ্ছেন এক যুবক।

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের শাস্তি দাবি করেন অনেকে। 

তাকে দ্রুত আইনের আওতায় এনে বিষয়টির যথাযথ তদন্তের দাবি তোলা হয়।

এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুর উপরে গাড়ি চলাচলের প্রথম দিনে নিয়মে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী সেতুতে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৬০ কিলোমিটার। হেলমেট ছাড়া বা মোটরসাইকেলে তিনজন যাত্রা করা নিষেধ। এছাড়া সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না। এ নিয়মের ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা! 

এমনটাই জানিয়েছেন শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তবে রোববার প্রায় সকলকেই দেখা গেছে সেতুতে নেমে সেলফি তুলতে। প্রথম দিন হওয়ায় এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এরপর থেকে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!