• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ার কাঁচা রাস্তায় সীমাহীন জনদুর্ভোগ


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জুন ২৮, ২০২২, ০২:১২ পিএম
কাপাসিয়ার কাঁচা রাস্তায় সীমাহীন জনদুর্ভোগ

কাঁচা রাস্তা

নরসিংদী: নরসিংদীর মনোহরদী সংলগ্ন কাপাসিয়া উপজেলায় মাত্র দু' কিলোমিটার একটি কাঁচা রাস্তার কারনে একটি বিস্তীর্ন জনপদের স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীদের সহ ব্যাপক জনদুর্ভোগ চলছে। এলাকাবাসীর দাবী, অনেক অখ্যাত রাস্তা পাকা হলেও প্রায় শতাব্দী প্রাচীন এ কাঁচা রাস্তাটি কাঁচাই রয়েছে এখনো। 

কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া বাজার মোড় থেকে নামাবারিষাব চৌরাস্তার মোড়টি মাত্র দু' কিলোমিটারের পথ। এ পথে প্রতিদিন সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়,সিঙ্গুয়া সরকারী প্রাঃ বিঃ,বাঘুয়া মাদ্রাসাসহ ৫/৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে থাকে। এছাড়া হাটুরে লোকজনসহ  উপজেলা সদর কাপাসিয়ায় যাতায়াতের জন্যও এ রাস্তাটুকুর গুরুত্ব অনেক। এলাকায় উৎপন্ন কৃষি পন্যাদি বাজারজাতকরনেও  রাস্তাটি এক বিস্তীর্ন জনপদের  প্রধান অবলম্বন। 

কাপাসিয়ার অনেক অজ্ঞাত অখ্যাত রাস্তা পাকাকরন হলেও এ রাস্তাটির কোন ব্যবস্থা হয়নি এখনো। এলাকাবাসীর দাবী, রাস্তাটি প্রায় শতাব্দী প্রাচীন হলেও এখনো তা আদি কাঁচা অবস্থাতেই রয়েছে। ফলে এ রাস্তায় চলাচলকারীদের দুর্ভোগ দুর্দশা অন্তহীন। শুকনো মৌসুমে রাস্তাটি খানাখন্দে থাকে পূর্ন। আর বর্ষায় পিচ্ছিল এঁটেল মাটির কাঁদা পানিতে সয়লাব হয়ে যায় রাস্তাটি। এসব উৎরে এ রাস্তায় বাইসাইকেল, হোন্ডা, রিক্সা, অটো, সিএনজির মতো হালকা যান চলাচলও অসম্ভব হয়ে পড়ে। 

বাঘুয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আরমান হোসেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, কাপাসিয়ার ভেতর এমন ভোগান্তির রাস্তা আরো আছে কিনা সন্দেহ। ঘাগুটিয়ার ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মাহবুবুর রহমান বন্দুকশী জানান, রাস্তাটি নিয়ে নানা মহল থেকে এ যাবৎ অনেক আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এ যাবৎ। 

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মো. মাইনুদ্দীন জানান, রাস্তাটির জন্য এ মুহুর্তে কোন বরাদ্দ নেই। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা নেয়া হবে। 

সোনালীনিউজ/এসআর/এসআই

Wordbridge School
Link copied!