• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরিণাকুণ্ডুতে স্বাশিপের প্রতিবাদ সভা


হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জুন ৩০, ২০২২, ০৩:১০ পিএম
হরিণাকুণ্ডুতে স্বাশিপের প্রতিবাদ সভা

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারের উপর অতর্কিত হামলা ও  নির্মমভাবে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করাসহ বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে হরিণাকুণ্ডু স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলার দোয়েল চত্তর মোড়ে হরিণাকুণ্ডু স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী শিক্ষক নির্যাতন ও লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভার সমাপনী বক্তব্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, আমরা হরিণাকুণ্ডুর সকল শিক্ষক কর্মচারী একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যাতে আর কেউ শিক্ষকদের সাথে এমন আচরণ করতে না পারে। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর তাদের এমন অসম্মান মেনে নেওয়া যায় না।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!