• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ১৫টি পশুর হাটের ইজারা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুলাই ১, ২০২২, ০৩:৪৯ পিএম
সোনারগাঁয়ে ১৫টি পশুর হাটের ইজারা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কোরবানীর ঈদ উপক্ষে ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলার ১০টি ইউনিয়নে ১৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়। 

উপজেলার ১০টি ইউনিয়নের যেসব স্থানে অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অলিপুরা বাজার কবরস্থান সংলগ্ন অস্থায়ী গরু হাট, আলমদী কালভার্ট সংলগ্ন হারুনের মাঠ অস্থায়ী গরু হাট, রিলায়েন্স হাউজিং মাঠে অস্থায়ী গরুর হাট, বস্তল অ্যাম্পায়ার স্টিল মিল সংলগ্ন মাঠ অস্থায়ী গরুর হাট, হাট শিলাব বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, তালতলা বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, বন্ধীর বাজারের দক্ষিণ পার্শ্বে চরনোয়াগাঁও বালুর মাঠে অস্থায়ী গরু হাট, বৈদ্যেরবাজার বালুর মাঠ সংলগ্ন অস্থায়ী গরু হাট, মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিন সাহেবের বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, খুলিয়াপাড়া মিলন মিয়ার বালুর মাঠ অস্থায়ী গরুর হাট, হোসেনপুর করবস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পার্শ্বেঅস্থায়ী গরু ছাগলের হাট, চর কিশোরগঞ্জ বালুর মাঠ প্রাঙ্গনে অস্থায়ী গরু ছাগলের হাট, বারদী ইউনিয়নের ফুলদী বাগেরপাড়া বিলকী বাড়ী আমিন মেম্বারের বালুর মাঠ অস্থায়ী গরু ছাগলের হাট, নয়াপুর বাজারের পেছনে আম বাগানে অস্থায়ী গরু ছাগলের হাট।

এই ১৫টি অস্থায়ী হাটের বাইরে সোনারগাঁ পৌরসভার একটি পশুর হাট বসবে। এ হাটের অনুমোদন দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ১৬টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উপজেলার আনন্দবাজার ও কাইকারটেকে দুটি বৃহত্তর স্থায়ী পশুর হাট রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং এলাকাবাসী যাতে নির্বিঘ্নে কাছাকাছি স্থান থেকে পশু কিনতে পারে সে জন্যই এত বেশি সংখ্যক হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!