• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আয় বেড়েছে আখাউড়া স্থলবন্দরের


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুলাই ৪, ২০২২, ০৩:৩৪ পিএম
আয় বেড়েছে আখাউড়া স্থলবন্দরের

ব্রাহ্মণবাড়িয়া : আয় বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের। সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বন্দর কর্তৃক্ষ মাশুল আদায় করেছে ৯০ লাখ ৬১ হাজার ১১৩ টাকা। যা এর আগে অর্থবছর ২০২০-২১ এর তুলনায় ৫৩ লাখ টাকারও বেশি।

সোমবার (৪ জুলাই) আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানির পাশাপাশি আমদানি বেশি হয়েছে। আমদানি ও রফতানি পণ্যের মোট ১৩ হাজার ৮২৫টি ট্রাক থেকে বন্দর কর্তৃপক্ষ ভ্যাটসহ মাশুল পেয়েছে ৯০ লাখ ৬১ হাজার ১১৩ টাকা। এর মধ্যে রফতানি পণ্যের ট্রাক ৯ হাজার ২৯৮টি এবং আমদানি পণ্যের ট্রাক ৪ হাজার ৫২৭টি। আর ২০২০-২১ অর্থবছরে মাশুল বাবদ বন্দরের আয় হয়েছিল ৩৭ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।

আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন জানান, ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে গম আমদানি হয়েছে সবচেয়ে বেশি। তবে এখন গম আমদানি বন্ধ রয়েছে। গত ১লা জুন থেকে ২৯ জুন পর্যন্ত ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। এরপর ৩ জুন ভারত থেকে ১৯ জুন ভুট্টা এসেছে। তবে এরপর আর কোনো পণ্য আমদানি হয়নি। নতুন অর্থবছরে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি আরও চাঙা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!