• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর প্রথম ফ্লাইওভার আলোকিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২২, ০৭:৩৪ পিএম
রাজশাহীর প্রথম ফ্লাইওভার আলোকিত

রাজশাহী: দৃষ্টিনন্দন সড়কবাতির আলোতে আলোকিত হলো রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় নির্মিত প্রথম ফ্লাইওভার। রোববার রাত ৯টায় সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ফ্লাইওভারের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ৩৭টি দৃষ্টিনন্দন পোলে ৩৭টি অত্যাধুনিক সড়কবাতি লাগানো হয়েছে; যার আলোয় আলোকিত হয়েছে পুরো ফ্লাইওভার। 

উদ্বোধনকালে সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!