• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচিত মিতু হত্যার বর্ণনা দিলো প্রত্যক্ষদর্শী ছেলে


চট্টগ্রাম প্রতিনিধি জুলাই ৫, ২০২২, ০৩:৩৪ পিএম
আলোচিত মিতু হত্যার বর্ণনা দিলো প্রত্যক্ষদর্শী ছেলে

চট্টগ্রাম : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে ছেলে আখতার মাহমুদ মাহির (১৩)।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের কাছে ঘটনার বর্ণনা দেয়।

মাগুরা জেলা সদর সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে বাবুল-মিতু দম্পতির ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ছিল বাবুল-মিতু দম্পতির সাত বছর বয়সী মেয়ে তাবাসসুম টাপুরও।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘ঘটনার দিন মায়ের সাথে ছিল ছেলে মাহির। তাকে স্কুলের গাড়িতে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মারা যান মিতু। এমামলায় ছেলেই হচ্ছেন একমাত্র প্রত্যক্ষদর্শী। প্রথমবারের মতো আদালতের নির্দেশে দুই ছেলে-মেয়ের মুখোমুখি হতে পেরেছি।’

ওমর ফারুক আরো বলেন, ‘মাহির অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যেগুলো মামলার তদন্তকে এগিয়ে নিতে গুরুত্ব পাবে। বর্ণনা দিয়েছেন, কীভাবে চোখের সামনে মাকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে মেয়ের বয়স কম হওয়াতে তাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড় এলাকায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু খুন হন। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে এমামলা তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশ। পরে মামলার তদন্ত পায় পিবিআই। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই তার বিশ্বস্ত সোর্সদের দিয়ে স্ত্রীকে খুন করান। পরে বাবুল আক্তারকে এমামলায়  গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!