• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ত্রিশালে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


ময়মনসিংহ প্রতিনিধি  জুলাই ৬, ২০২২, ১১:৩৯ এএম
ত্রিশালে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন (২২) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- ত্রিশাল কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামীরা মিলে ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা প্রকাশ করিয়া দিলে আসামীদের গালমন্দ করে। পরে আসামীরা তাইজ উদ্দিনকে ঐ বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালবার্টের নিকট নিয়ে গলা টিপে হত্যা করে কালবার্টের নীচে লাশ গুম করে রাখে। তিনদিন পর ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লাশ টানিয়া বের করলে এলাকাবাসি দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পরে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

সোনালীনিউজ/ডিকে/এসআই

Wordbridge School
Link copied!