• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবারের সদস্যদের সামনেই পুড়ে মৃত্যু হলো ফাতেমার


কুমিল্লা প্রতিনিধি: আগস্ট ৬, ২০২২, ০৯:১৭ পিএম
পরিবারের সদস্যদের সামনেই পুড়ে মৃত্যু হলো ফাতেমার

কুমিল্লা: পরিবারের অন্য সদস্যদের সামনেই পুড়ে মৃত্যু হলো ফাতেমা বেগম (২৭) নামের এক নারীর। শনিবার (৬ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহত হন। 

জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ঢাকার টঙ্গী থেকে একই পরিবারের নয়জন নোয়াখালীতে যাচ্ছিল। কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় মাইক্রোবাসের আটজন যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম আটকে পড়েন। মাইক্রোবাসে পুড়ে মারা যান তিনি। 

নোয়াখালীতে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। 

ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নববিবাহিত ভাইসহ পরিবারের আট সদস্য ছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!