• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিকটক করতে সেতু থেকে লাফ দিয়ে যুবক নিখোঁজ


মুন্সিগঞ্জ প্রতিনিধি: আগস্ট ১৩, ২০২২, ০৯:০০ পিএম
টিকটক করতে সেতু থেকে লাফ দিয়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ: টিকটক ভিডিও করতে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে রাসেল (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) বিকেলে সেতুর ওপর থেকে লাফ দেন তিনি। এরপর সন্ধ্যা পর্যন্ত সার্ভিসের ডুবরি দল নদীতে অনুসন্ধান চালালেও টিকটকারের খোঁজ মেলেনি।

রাসেল বরিশালের হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে৷ পরিবারের সঙ্গে মুন্সিগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বাস করতো।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে অপর তিন বন্ধু সোহাগ, নাইম ও হামিমের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে আসেন রাসেল। এ সময় টিকটকের ভিডিও নির্মাণ করতে মুক্তারপুর সেতু থেকে রাসেল ও হামিম নদীতে ঝাঁপ দেন। এ সময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও তলিয়ে যান রাসেল।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার অভিযানে নামে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবরি দল।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আব্দুল হাকিম বলেন, ‘যদি নিখোঁজকে না পাওয়া যায়, অথবা মরদেহ ভেসে না ওঠে তবে আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।’

নিখোঁজ রাসেলের মা পারভীন আক্তার বলেন, ‘রাসেল কাজ থেকে এসে নদীতে গোসল করতে গেছে। টিকটক কি আমি জানি না।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!