• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ভবনের ইট মাথায় পড়ে প্রাণ গেলো ছাত্রীর


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ১৮, ২০২২, ০২:৩৭ পিএম
মাদ্রাসা ভবনের ইট মাথায় পড়ে প্রাণ গেলো ছাত্রীর

কুমিল্লায় ভবন থেকে মাথায় ইট পড়ে সালমা আক্তার (১৯) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাসফিয়া নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সালমা লালমাই বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে। আহত তাসফিয়া একই এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে।

জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় তৃতীয় তলার সিঁড়ির কক্ষের দেয়াল ভেঙে তার মাথায় ইট পড়ে। একই ঘটনায় তাসফিয়া নামে অপর এক ছাত্রী আহত হয়েছেন। আহত তাসফিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালমা ওই মাদ্রাসার মিশকাত শ্রেণিতে পড়তেন।

এদিকে, ঘটনার পর স্থানীয় সংবাদকর্মীরা বক্তব্য নিতে গেলে ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান অশোভন আচরণ করেন। এ বিষয়ে তিনি কোনও কথাই বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

লালমাই থানার ওসি  বলেন, ‘লালমাই থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!