• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গলাচিপায় বজ্রপাতে দুই জনের মৃত্যু


পটুয়াখালী প্রতিনিধি আগস্ট ১৮, ২০২২, ০৭:৫৮ পিএম
গলাচিপায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মোস্তফা হাওলাদার (৫৫) ও মামুন প্যাদা (৩৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে রাঙ্গাবালীতে ১টি গরু ও কুয়াকাটায় আরও ১টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া রাঙ্গাবালীতে মোর্শেদা বেগম (৪০) নামের এক নারী ও কুয়াকাটায় ফারুক (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। 

মৃত মস্তফা গলাচিপা পৌর শহরে শান্তিবাগ এলাকার এবং মামুন গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ক্ষেতে বীজ রোপনের সময় মোস্তফা ও মাছ ধরে বাড়ি ফেরার পথে মামুনের মৃত্যু হয়। এদিকে মাঠ থেকে গরু আনতে গিয়ে শিশু ফারুক গুরুতর আহত হয়। এসময় ওই গরুটি মারা যায়। এছাড়া ঘর থেকে পুকুরে যাওয়ার সময় মোর্শেদা বেগম গুরুতর আহত হয়। আর রাঙ্গাবালী উপজেলার কাজীর হাওলা গ্রামে মাঠে ঘাষ খাওয়া অবস্থায় একটি গরুর মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি জানান, দুইজন প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে মারা গেছেন। তারপরও তাদের বাড়িতে খোঁজ খবর নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!