• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ


আমিনুল হক বুলবুল, নান্দাইল  সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:২৯ পিএম
নান্দাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ২০২১-২২ অর্থবছরে (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১শত ৩০ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এরমধ্যে ০২ জন মহিলা গ্রামপুলিশ সদস্য রয়েছে। 

গ্রামপুলিশদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল বাইসাইকেল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।

প্রধান অতিথি মো.হাসান মাহমুদ জুয়েল বলেন, গ্রামপুলিশ সদস্যরা তৃণমূল মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। এ সাইকেল পেয়ে তাঁদের কাজের গতি আরও বাড়বে। 

উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা জানান, অনেক সময় প্রত্যন্ত এলাকায় তাঁদের হেঁটে দায়িত্ব পালন করতে হয়। এতে যেমন বিড়ম্বনায় পড়তে হয়, তেমনি সময়ও বেশি লাগে। বীরবেতাগৈর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো.জুনাইদ বলেন, সাইকেল পাওয়ায় আমাদের  কাজ করতে অনেক সুবিধা হবে। আমরা খুবই আনন্দিত।’

সোনালীনিউজ/এম 

Wordbridge School
Link copied!