• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরিয়ম মা বলে ডাকলে মুখ ঘুরিয়ে নেন রহিমা বেগম


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:২৯ পিএম
মরিয়ম মা বলে ডাকলে মুখ ঘুরিয়ে নেন রহিমা বেগম

ফরিদপুর: উদ্ধার করে থানা হেফাজতে নেওয়ার পরও মুখ খোলেননি মরিয়ম মান্নানের মা রহিমা বেগম।মায়ের নিখোঁজের তথ্য জানিয়ে প্রায় এক মাস ধরে তার সন্ধান করছিলেন তার মেয়ে মরিয়ম মান্নান। মরিয়মের কান্নার ছবি ছুঁয়ে যায় সবাইকে।

ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধারের পর খুলনার দৌলতপুর থানা হেফাজতে নেয়া হয় রহিমা বেগমকে। এরপর রহিমাকে সোনাডাঙায় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। মরিয়ম মান্নানসহ অন্য সন্তানরা রোববার সকালে সেখানে গেলেও তাদের সঙ্গে কথা বলেননি রহিমা।

সকালে মায়ের সঙ্গে দেখা করতে যান মরিয়ম ও তার ভাই-বোনরা। সংবাদকর্মীদের অনেকে সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কোনোভাবেই পরিবারের সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলেন না রহিমা।

পরে পুলিশের অনুরোধে ভিকটিম সাপোর্ট সেন্টারের জানালার কাছে এসে দাঁড়ান রহিমা বেগম। মরিয়ম মান্নান এ সময় ‘মা’ বলে ডাক দিলে তিনি মুখ ঘুরিয়ে নিয়ে হেঁটে চলে যান।

ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সকাল সাড়ে ১০টার দিকে রহিমা বেগমকে বুঝে নেয় পিবিআই।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা রহিমাকে আনার পর তেমন কোনো কথা তিনি বলেননি। সকালে পরিবারের সঙ্গেও দেখা করতে চাননি। কী কারণে তিনি এমন করছেন বুঝতে পারছি না।’

মরিয়ম মান্নানের বিষয়ে তিনি বলেন, ‘মরিয়ম বারবার ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের বিভ্রান্ত করেছেন। এটা তার ঠিক হয়নি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!